Breaking

Saturday, 10 August 2019

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০১৯ শুরু | ডাউনলোড করুন বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2019

বাংলাদেশ_রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2019 প্রকাশিত হয়েছে। যারা বাংলাদেশ রেলওয়ে বিভাগে নিজেদের ক্যারিয়ার গড়তে চান তাঁদের জন্য সুখবর হলো বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০১৯ শুরু হয়েছে।

বর্তমানে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ 2019 অনুযায়ী দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে মন্ত্রণালয়। নিচে পর্যায়ক্রমে রেলওয়ে নতুন নিয়োগ ২০১৯ এর বিস্তারিত আলোচনা করা হলো। বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2019 ছাড়াও প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৮ সার্কুলারসেনাবাহিনী নিয়োগ ২০১৯পুলিশ নিয়োগ সার্কুলার ২০১৯পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 2019 সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন সমকাল ব্লগ।

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০১৯ অনুযায়ী চাকুরির জন্য প্রার্থীদের আবেদন করতে হবে বাংলাদেশ রেলওয়ে আবেদন ফরম  ২০১৯ এর মাধ্যমে।

  বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০১৯
  নিচে ৩০/০৭/২০১৯ তারিখে প্রকাশিত বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০১৯  এর বিস্তারিত তথ্য দেয়া হলো।
  পদের নাম পদ সংখ্যা বেতন শিক্ষাগত যোগ্যতা
  আয়া ১১ ৮২৫০-২০০১০ ৮ম শ্রেণী
  নিরাপত্তা প্রহরী ৩৮ ৮২৫০-২০০১০ ৮ম শ্রেণী
  পরিচ্ছন্নতা কর্মী ২১৫ ৮২৫০-২০০১০ ৮ম শ্রেণী
  ওয়েটিং রুম আয়া ০২ ৮২৫০-২০০১০ ৮ম শ্রেণী
  ল্যাম্প ম্যান ০২ ৮২৫০-২০০১০ ৮ম শ্রেণী

   আরো বিস্তারিত জানতে ডাউনলোড করুন বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি  2019
   রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

   বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2019
   ৩০/০৭/২০১৯ তারিখে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ 2019 এর আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

   পদের নামঃ ট্রেড এপ্রেন্টিস

   পদ সংখ্যাঃ ৬৭৭

   বেতনঃ ৮২৫০-২০০১০

   শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি

   আরো বিস্তারিত জানতে নিচের বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2019 ডাউনলোড করুন।
   ট্রেড এপ্রেনটিস

   বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০১৯ এর শর্তাবলী
   • চাকুরীর আবেদন ফরম, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট www.railway.gov.bd থেকে সংগ্রহ করতে হবে।
   • সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি আবেদনপত্র এবং প্রবেশপত্রের নির্ধারিত স্থানে পেস্ট করে দিতে হবে।
   • পরীক্ষার ফি বাবদ ট্রেড এ্যাপ্রেন্টিস পদে ১০০/= টাকা এবং অন্যান্য পদে ৫০/= টাকা ট্রেজারি চালানের কপি আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে।
   • ট্রেড এপ্রেন্টিস পদে পরীক্ষার পূর্ণমান ১০০। লিখিত ৭০ মৌখিক ৩০। লিখিত ও মৌখিক পরীক্ষায় আলাদাভাবে ৫০% নম্বর পাস নম্বর হিসেবে বিবেচিত হবে। অন্যান্য পদে শুধু মৌখিক পরীক্ষা দিতে হবে। মোট নম্বর ৫০।
   • আবেদনপত্র আগামী ০৫/০৯/২০১৯ তারিখ বিকেল ৫.০০ ঘটিকার মধ্যে "চীফ পার্সোনেল অফিসার/পূর্ব,বাংলাদেশ রেলওয়ে,সিআরবি,চট্টগ্রাম এর দপ্তরে পৌঁছাতে হবে।
   • লিখিত পরীক্ষা রাজশাহী ও চট্রগ্রামে অনুষ্ঠিত হবে।
   • আবেদনকারীর বয়স ০৫/০৯/২০১৯ তারিখ পর্যন্ত ট্রেড এপ্রেন্টিস পদের জন্য ১৬ থেকে ২০ এবং অন্যান্য পদের জন্য ১৮-৩০ এর মধ্যে হতে হবে।

   বাংলাদেশ রেলওয়ে আবেদন ফরম ২০১৯
   বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০১৯ এর জন্য আবেদন করতে হলে অবশ্যই তা নির্দিষ্ট আবেদন ফরম পূরনের মাধ্যমে করতে হবে। এজন্য নতুন রেলওয়ে নিয়োগ ২০১৯ এর প্রার্থীদের অবশ্যই বাংলাদেশ রেলওয়ে আবেদন ফরম ২০১৯ ডাউনলোড করতে হবে।

   রেলওয়ে আবেদন ফরম 2019 ডাউনলোড করে যথাযথভাবে তা পূরন করে আবেদন করতে হবে।
   বাংলাদেশ রেলওয়ে আবেদন ফরম
   রেলওয়ে প্রবেশপত্র

   No comments:

   Post a comment