Breaking

Wednesday, 11 September 2019

এইচ এস সি পরীক্ষার রুটিন ২০২০ প্রকাশিত হয়েছে, ডাউনলোড করুন এইচ এস সি রুটিন ২০২০

সংশোধিত এইচএসসি রুটিন

এইচ এস সি পরীক্ষার রুটিন ২০২০, এইচ এস সি রুটিন ২০২০ বা ২০২০ সালের এইচএসসি পরীক্ষার রুটিন এবং এইচ এস সি রেজাল্ট ২০২০ সংক্রান্ত সর্বশেষ খবর প্রকাশিত হয়েছে সমকাল ব্লগে। এইচ এস সি পরীক্ষা ২০২০ শুরু হবে ১লা এপ্রিল থেকে। ২০২০ সালের এইচ এস সি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে ২৮শে আগস্ট। ২০২০ সালের hsc পরীক্ষার রুটিন এবং ২০২০ সালের আলিম পরীক্ষার রুটিন উভয় রুটিনই প্রকাশ করা হলো সমকাল ব্লগে। আরো পড়ুনঃ

  এইচ এস সি পরীক্ষার রুটিন ২০২০

  প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা সবাই নিশ্চয়ই এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যাস্ত। সেই সাথে অপেক্ষা করছো hsc পরীক্ষার রুটিন ২০২০ হাতে পাওয়ার জন্য। তোমাদের জন্য সুখবর হলো এইচ এস সি পরীক্ষার রুটিন 2020 অফিশিয়ালি প্রকাশিত হওয়ার সাথে সাথেই তোমাদের প্রিয় সমকাল ব্লগে তা প্রকাশিত হলো। hsc পরীক্ষার রুটিন 2020 ছবি আকারে এবং  PDF আকারে প্রকাশ করা হলো। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সকল বোর্ডের এইচ এস সি পরীক্ষার রুটিন ২০২০ এর PDF ফাইল ডাউনলোড করতে পারো নিচের লিংক থেকে।
  এইচ এস সি রুটিন ২০২০
  এইচ এস সি পরীক্ষার রুটিন ২০২০
  এইচএসসি রুটিন ২০২০  ডাউনলোড লিংক

  এইচ এস সি রুটিন 2020

  এক নজরে এইচ এস সি রুটিন 2020

  • পরীক্ষা শুরু ০১/০৪/২০২০
  • পরীক্ষা শেষ ০৪/০৫/২০২০
  • ব্যাবহারিক পরীক্ষা শুরু ০৫/০৫/২০২০
  • ব্যাবহারিক পরীক্ষা শেষ ১৩/০৫/২০২০

  সংশোধিত এইচ এস সি রুটিন ২০২০

  পবিত্র শবে বরাতের কারণে এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছিলো বিগত বছরের পরীক্ষার রুটিনে। প্রথমে ২১ এপ্রিলকে পবিত্র শবে বরাতের তারিখ ধরে নিয়ে পরীক্ষার সময়সূচি করা হয়েছিল। কিন্তু চাঁদ অনুযায়ী পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হয় ২২ এপ্রিল। এ কারণে ওইদিনের পরীক্ষা পেছানো হয়েছিলো।  সোমবার ৮ই এপ্রিল বিকালে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জিয়াউল হক এসব তথ্য জানান।

  ২২ এপ্রিল পদার্থ বিজ্ঞান, (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (আব.) দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। এছাড়া, পরপর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে সূচিতে পরিবর্তান আনা হয়েছিলো।

  বিগত বছরের সংশোধিত এইচ এস সি রুটিন নিচে দেয়া হলো।

  আগামীতে যদি এইচ এস সি রুটিন ২০২০ এ এধরনের কোনো পরিবর্তন ঘটে তাহলে পরিবর্তিত এইচ এস সি পরীক্ষার রুটিন ২০২০ দ্রুত আপলোড করা হবে। এজন্য পোস্টটি বুকমার্ক করে রাখতে পারো।
  সংশোধিত এইচএসসি রুটিন ২০১৯
  এদিকে দিনাজপুর বোর্ডের একটি কলেজে ভুলবশত জীববিজ্ঞান ১ম পত্রের বহুনির্বাচনী প্রশ্নের বদলে জীববিজ্ঞান ২য় পত্রের প্রশ্ন বিতরণ করায় ২রা মের জীববিজ্ঞান ২য় পত্র পরীক্ষাটি পেছানো হয়। দিনাজপুর বোর্ডের নোটিশে বলা হয়েছিলো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ১৩/০৫/১৯ তারিখে।

  এছাড়াও আগের দিন প্রশ্নপত্র খুলে ফেলায় ঢাকা ও যশোর বোর্ডের ২৯শে এপ্রিলের এইচএসসি ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষা স্থগিত করা হয়।

  স্থগিত হওয়া পরীক্ষা সোমবারের পরিবর্তে ৭ মে বিকাল ২টায় নেওয়া হয়। এছাড়া অন্য বোর্ডগুলোতে ২৯ এপ্রিলের সকাল ১০টার ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রসহ পূর্বনির্ধারিত অন্যান্য পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হয়।

  ঘূর্ণিঝড় ফণীর কারণে ৪ঠা মে শনিবার অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও পেছানো হয়।এইচএসসি পরীক্ষা ১৪ মে মঙ্গলবার এবং আলিম পরীক্ষা ১২ মে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২ মে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক জানিয়েছিলেন ঘূর্ণিঝড় ফণীর কারণে পরীক্ষা পেছানো হয়েছে।

  ২০২০ সালের আলিম পরীক্ষার রুটিন
  প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা ২০২০ সালের আলিম পরীক্ষার চূড়ান্ত সময়সূচী প্রকাশিত হওয়ার পর তা এখানে সমকাল ব্লগে প্রকাশ করা হবে। আলিম পরীক্ষার রুটিন ২০২০ ছবি আকারে এবং আলিম পরীক্ষার রুটিন 2020 pdf আকারেও প্রকাশিত হবে। তার পূর্ব পর্যন্ত বিগত বছরের আলিম পরীক্ষার রুটিনই রাখা হলো।
  আলিম পরীক্ষার রুটিন ২০১৯
  ডাউনলোড লিংক

  এইচ এস সি পরীক্ষার রুটিন ২০২০ (কারিগরি শিক্ষা বোর্ড)

  কারিগরি শিক্ষা বোর্ডের এইচ এস সি পরীক্ষার রুটিন ২০২০ এখনো প্রকাশ করেনি কতৃপক্ষ। বোর্ড থেকে প্রকাশ করা মাত্রই সমকাল ব্লগেও প্রকাশ করা হবে কারিগরি বোর্ডের ভোকেশনাল এইচ এস সি রুটিন ২০২০

  এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

  এইচ এস সি রুটিন ২০২০ নিয়ে আলোচনার পর আলোচনা করা যাক পরীক্ষার প্রস্তুতি নিয়ে।এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে খুব সুন্দর একটি ভিডিও টিউটোরিয়াল শেয়ার করা হলো।

  এইচ এস সি পরীক্ষার রুটিন ২০২০ হাতে পাওয়ার পর এখন পরীক্ষার প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রস্তুতি ভালো না থাকলে পরীক্ষাও ভালোভাবে দেয়া সম্ভব নয়। এর মাঝে পরীক্ষার আগের রাতের প্রস্তুতি এবং পরীক্ষার আগে করণীয় বিষয়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ভাল করার উপায় কি সে সম্পর্কে জানতে অনেক পরীক্ষার্থীই আগ্রহী। আশা করি ভিডিওটি দেখলে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি আরো সুন্দর হবে।

  এইচএসসি ২০২০ পরীক্ষার্থী বন্ধুরা এই চএস সি পরীক্ষার রুটিন 2020 যথাসময়ে পেয়ে গেলে। এখন পরীক্ষার প্রস্তুতির পালা। এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য নিচের গাইডলাইনগুলো ফলো করলে অনেক উপকার হবে।
  • এইচএসসি বাংলা ১ম পত্র
  • এইচএসসি বাংলা ২য় পত্র
  • এইচএসসি ইংরেজি ২য় পত্র
  • এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র
  • এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র
  • এইচএসসি রসায়ন ১ম পত্র
  • এইচএসসি রসায়ন ২য় পত্র
  • এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র
  • এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র
  • এইচএসসি গণিত ১ম পত্র
  • এইচএসসি গণিত ২য় পত্র
  • এইচএসসি ব্যাবস্থাপনা ১ম পত্র
  • এইচএসসি ব্যাবস্থাপনা ২য় পত্র
  • এইচএসসি অর্থায়ন ১ম পত্র
  • এইচএসসি অর্থায়ন ২য় পত্র
  • এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র
  • এইচএসসি হিসাববিজ্ঞান ২য় পত্র
  • এইচএসসি অর্থনীতি ১ম পত্র
  • এইচএসসি অর্থনীতি ২য় পত্র
  • এইচএসসি বিপণন ১ম পত্র
  • এইচএসসি বিপণন ২য় পত্র
  এইচএসসি ২০২০ এর সকল বিষয়ের প্রস্তুতির জন্য ভিজিট করো রবি 10 minute school

  এইচএসসি ২০২০ প্রবেশপত্র

  এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হলে সকল পরীক্ষার্থীকে  নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তা সংগ্রহ করতে হবে। এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হলে দ্রুত তা পাঠকদের জানিয়ে দেয়া হবে।
  14 comments:

  1. এইচএসসি পরীরক্ষার রুটিন কবে হবে ?

   ReplyDelete
   Replies
   1. এইচএসসি পরীক্ষার রুটিন ২০১৯ প্রকাশিত হয়েছে।

    Delete
  2. এইচ এসসি রুটিন পাওয়া যাবে কবে

   ReplyDelete
   Replies
   1. ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।

    Delete
  3. এইচ এসসি রুটিন পাওয়া যাবে কবে

   ReplyDelete
   Replies
   1. এইচএসসি রুটিন ২০১৯ ডাউনলোড করুন সমকাল ব্লগ থেকে।

    Delete
  4. কবে নাগাদ রুটিন বের হবে।।

   ReplyDelete
   Replies
   1. এইচ এস সি রুটিন ২০১৯ প্রকাশিত হয়েছে ২৪শে ফেব্রুয়ারি

    Delete
  5. আলিম পরিক্ষার রুটিন কখন পাবো

   ReplyDelete
   Replies
   1. আলিম পরীক্ষার রুটিন প্রকাশিত হওয়ার পরেই সমকাল ব্লগেও তা প্রকাশ করা হবে।

    Delete
   2. আলিম পরীক্ষার রুটিন ২০১৯ সমকাল ব্লগে প্রকাশ করা হলো।এখন ডাউনলোড করতে পারবেন।ধন্যবাদ।

    Delete
  6. Akjon teacher dorkar alim 2nd year ar jonno Chittagonga ashai geya pora te hoba

   ReplyDelete
   Replies
   1. আপনার বক্তব্য পরিস্কার নয়।দয়া করে অপ্রাস‌ঙ্গিক বিষয়ে আলোচনা থেকে বিরত থাকুন।

    Delete