এনটিআরসিএ এর নতুন খবর ২০২০ হলো আবারো প্রকাশিত হতে যাচ্ছে নিবন্ধনকারীদের বহু আকাঙ্খিত এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি ২০২০। এতে নতুন করে আবারও নিবন্ধনকৃতরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হবেন। শীঘ্রই আবারও প্রকাশিত হবে ৩য় বেসরকারি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি। আরো বিস্তারিত জানতে NTRCA সংক্রান্ত আমাদের সবগুলো পোস্ট পড়ুন।
এনটিআরসিএ এর নতুন খবর ২০২০
করোনা মহামারীর কারণে দেশব্যাপী অন্যান্য কার্যক্রমের মত এনটিআরসিএ এর সকল কার্যক্রমও বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘদিন ধরে NTRCA এর কোনো নতুন কার্যক্রম পরিলক্ষিত হয়নি।
তবে আশার কথা হলো প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সম্প্রতি ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল ২০২০ প্রকাশিত হয়েছে।
এদিকে নতুন করে শিক্ষক নিয়োগের কার্যক্রম চলছে যা শুরু হয়েছিলো অনেক আগেই। সারাদেশের সকল এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের শুন্য পদের তালিকা সংগ্রহ করা হয়েছে ইতোমধ্যেই।
জানা গেছে সারাদেশে প্রায় ৮০ হাজার শিক্ষকের শুন্য পদ রয়েছে। তবে মামলা জটিলতার কারনে এসব পদে নিয়োগের জন্য গনবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না এনটিআরসিএ।
তবে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগে শিক্ষক নিয়োগের নির্দেশনা চেয়ে আপিল করেছে এনটিআরসিএ। কোর্ট থেকে নির্দেশনা পেলেই প্রকাশ করা হবে এন টি আর সি এ গণবিজ্ঞপ্তি ২০২০।
তবে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগে শিক্ষক নিয়োগের নির্দেশনা চেয়ে আপিল করেছে এনটিআরসিএ। কোর্ট থেকে নির্দেশনা পেলেই প্রকাশ করা হবে এন টি আর সি এ গণবিজ্ঞপ্তি ২০২০।
বর্তমানে এনটিআরসিএ অফিসিয়াল ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে মো: আকরাম হোসেনের নাম ও ছবি রয়েছে।
যে নিয়োগের কথা বলা হলো তা ১ম থেকে ১৫তম নিবন্ধনকারীদের জন্য নাকি ১ম থেকে ১৬তম নিবন্ধনকারীদের জন্য প্রযোজ্য হবে তা এখনো বলা যাচ্ছে না। ১৬ তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও ভাইভা এখনো বাকি রয়েছে।
এছাড়াও আরো বেশকিছু Ntrca সর্বশেষ সংবাদ রয়েছে। সম্ভবত নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে ২০২০১ সালের জানুয়ারিতে। দ্রুত শিক্ষক নিয়োগের লক্ষেই কাজ করে যাচ্ছে NTRCA। আরো জানা গেছে বর্তমানে শুন্যপদ রয়েছে ৮০,০০০। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ই রেজিস্ট্রেশন শেষ। ই রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে শুন্য পদের জন্য ই রিকুইজিশনের কাজও শেষ হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় মেধাতালিকার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিয়ে থাকে NTRCA।NTRCA এর সকল কার্যক্রম যেনো নিবন্ধনকারীদের জন্য ইতিবাচক হয় সেই আশা করছেন সকল নিবন্ধনকারী।
নিবন্ধন পরীক্ষা বন্ধ করে বেসরকারী শিক্ষক নিয়োগে যাদের নিবন্ধন আছে এবং বয়স ৩৫ এর কম তাদের মধ্যে থেকে ৫০% এবং পি এস সি পরীক্ষার আদলে পরীক্ষা নিয়ে তাদের মধ্যে ৫০% নিয়োগ দেওয়া উচিত।
ReplyDeleteআপনার মতামত প্রকাশের জন্য ধন্যবাদ।
DeleteSsc result 2019
ReplyDeleteWe appreciate you sharing excellent information. Your site is really cool.
I’m impressed by the details which you’ve put on this site.
It reveals how effectively you recognize this subject.
Job circular
Bookmarked this web page, will come back for more articles.
You, buddy, ROCK! I found simply the information I already searched everywhere and
simply couldn’t run into. What a perfect website.
Please don't spam and don't discuss unrelated subjects.
Deleteকোথায় যাইরে ভাই 10তম নিবন্ধন নিয়োগ আজো হয় নাই জীবন আর চলে না এর চেয়ে মৃত্যু ভাল ।কে শুনবে আমার কথা
ReplyDeleteধৈর্য্য ধরুন ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হবে একদিন
Deleteখুবই ভালো লেখা। আপনার লেখা আমার কাছে ইউনিক লাগে। আমিও আপনার মত লেখার চেষ্টা করছি।
ReplyDeleteট্রিক ব্লগ বিডি
পরীক্ষার রেজাল্ট জানার নিয়ম
ঠিক আছে ধন্যবাদ।
Deleteআপনার প্রায় সকল লেখাই দারুন।আমি আপনাকে সব সময়ই ফলো করি।
ReplyDeleteওয়েবসাইট তৈরি করার নিয়ম
Ok fine!
Deleteকম্পিউটার শিক্ষা বিষয়ে যারা ২০১৯ সালে সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদের MPO হবে?
ReplyDeleteঅবশ্যই এমপিও হবে।
Deleteআবার গনবিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে পারে?
ReplyDeleteজানলে একটু প্লিজ বলবেন
ফেব্রুয়ারিতেই আবারও গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে আশা করা যায়
Delete৩য় গনবিজ্ঞপ্তি কবে দিবে????
ReplyDelete