Breaking

Wednesday, 23 August 2017

সেমকো এনেছে ধানের অব্যর্থ ছত্রাকনাশক সেলটিমা।

ধানের ব্লাস্ট সহ সকল ছত্রাকজনিত রোগের সমাধান সেমকোর সেলটিমা।

সেলটিমা ® বিএএসএফ কতৃক আবিস্কৃত শুধুমাত্র ধানের জন্য বিশেষায়িত সিএস(CS) ফর্মুলেশনের একটি ছত্রাকনাশক যার প্রতি লিটারে ১০০ গ্রাম পাইরাক্লোস্ট্রোবিন সক্রিয় উপাদান রয়েছে। প্রতিরোধক ও প্রতিষেধক গুণসম্পন্ন সেলটিমা ®ধানের ব্লাস্ট ও খোলপঁচা দমনে কার্যকর একটি ছত্রাকনাশক যা ধানগাছকে দীর্ঘসময় ধরে ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে। সেলটিমা ® গাছে  প্রয়োগের পর এর সক্রিয় উপাদান পাইরাক্লোস্ট্রোবিন কার্যকরভাবে গাছের পাতাসহ অন্যান্য অংশে ছড়িয়ে পরে,যার ফলশ্রুতিতে ছত্রাককোষের বৃদ্ধি পুরোপুরি থেমে যায় এবং নতুন করে ছত্রাক জীবাণু গাছে আক্রমণ করতে পারে না। সেলটিমা ®ধানগাছকে ছত্রাক থেকে সুরক্ষা প্রদানের পাশাপাশি গাছকে অধিকতর সবুজ ও সুস্থ সবল করে তোলে এবং ধানের ফলন বৃদ্ধিতে সহায়তা করে।
সেলটিমা ®এর প্রধান সুবিধাসমূহ:
• সম আকৃতির ধানের শীষ।
• অধিক ও ভারী শস্যদানা।
• কার্যকরভাবে ব্লাস্ট ও সীথ ব্লাইট দমন।
• সুস্থ ফসল ও অধিক ফলন।প্রয়োগের সময় ও ব্যাবহারবিধি :
গাছের কাইচ থোড় অবস্থায় প্রথম স্প্রে এবং এর ১০ দিন পর দ্বিতীয় স্প্রে করতে হবে। ছত্রাকনাশক ব্যাবহারে কাঙ্খিত ফলাফল পেতে সকালে বা পড়ন্ত বিকেলে স্প্রে করুন।
প্রয়োগক্ষেত্র এবং মাত্রা: সেলটিমা ® নিম্নলিখিত ফসলের সমস্যা সমাধানে উদ্ভিদ সংরক্ষণ উইং কর্তৃক অনুমোদিত।
ফসল: ধান।
সমস্যার নাম: ব্লাস্ট/সীথ ব্লাইট।
প্রতি হেক্টর জমির জন্য : ১লিটার।
১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য: ২০মিলি।
প্যাকিং: সেলটিমা ১০০ মিলি ও ২৫০ মিলি বোতলে পাওয়া যায়।
সাবধানতা: বালাইনাশক মাত্রই বিষ। এর গন্ধ নেয়া, শরীরে বা জিহ্বায় লাগানো নিষেধ।
প্রস্তুতকারক : বিএএসএফ ইস্পানোলা এস.এল,স্পেন।
রেজিস্ট্রেশন নং: এপি ৫১১২।
আমদানিকারক ও বাংলাদেশে একমাত্র পরিবেশক: সেতু পেস্টিসাইডস লিঃ।
ধানের ফলন বৃদ্ধির উপায়, সেলটিমা, ধানের ব্লাস্টের সমাধান।
সেলটিমা

No comments:

Post a comment