Breaking

Translate

Friday, 11 August 2017

দেখুন সালমান শাহ অভিনীত প্যাকেজ নাটক নয়ন(ভিডিও সহ)!

প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত সবচেয়ে জনপ্রিয় নাটক নয়ন।


প্রয়াত চিত্র নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে আবারো নতুন করে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে।সালমান শাহর ভক্তগণ আশা করছেন এই রহস্য একদিন উন্মোচিত হবে।সেসব আইন আদালতের বিষয়।কিন্তু নতুন প্রজন্মের সালমান ভক্তগণ কি জানেন সালমান শাহ বাংলা নাটকেও অভিনয় করেছেন?বলা যায় সালমান শাহর অভিনয় ক্যারিয়ার শুরুই হয় নাটকের মাধ্যমে।১৯৯৫ সালে বিটিভিতে প্রচারিত হয় সালমান শাহ অভিনীত প্যাকেজ নাটক নয়ন।এতে আরও অভিনয় করেন- শমী কায়সার, তমালিকা কর্মকার, ডলি জহুর, আবুল কাশেম প্রমুখ। সৃষ্টি অডিও ভিশন নেটওয়ার্কের প্রযোজনায় নির্মিত নাটকটির প্রযোজক দেওয়ান হাবিবুর রহমান।নাটকটি রচনা করেন অরুণ চৌধুরী এবং পরিচালনা করেন রিয়াজ উদ্দিন বাদশা।ব্যাস এ পর্যন্তই।এবার নাটকটি দেখতে চাইলে নিচে দেয়া ভিডিওটি প্লে করে দেখে ফেলুন এখনই! আর নাটকটি নিয়ে আরো বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন
নিচের ভিডিওটি প্লে না হলে এখানে ক্লিক করে নাটকটি সরাসরি দেখা যাবে। 
নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আর নিয়মিত এই ব্লগে ভিজিট করুন।

No comments:

Post a Comment